You are currently viewing আয়কর নিবন্ধন এবং আয়করের জন্য আয়ের খাত সমূহ কি কি?

আয়কর নিবন্ধন এবং আয়করের জন্য আয়ের খাত সমূহ কি কি?

আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর আওতায় নূন্যতম করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে কিংবা ধারা 75(1A) তে বর্ণিত তালিকার ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক না, রিটার্ন দাখিলের জন্য একজন করদাতাকে জাতীয় রাজস্ব বোর্ডের অন্তর্গত কোন আয়কর কমিশনারেটের অধীনে সার্কেলে থেকে ১২ ডিজিটের TIN গ্রহন করে নিবন্ধিত হতে হয়। একেই আয়কর নিবন্ধন বলে।

আয়কর অধ্যাদেশে ১৯৮৪ অনুযায়ী আয়ের খাত সমূহ নিম্নরুপঃ

(১)  বেতনাদি

(২)  নিরাপত্তা জামানতের উপর সুদ

(৩)  গৃহ সম্পত্তির আয়

(৪)  কৃষি আয়

(৫)  ব্যবসা বা পেশার আয়

(৬)  মূলধনী মুনাফা

অন্যান্য উৎস হতে আয়। তবে রিটার্ন জমা দেয়ার সময় নিম্নলিখিত আয়ের খাতগুলি সম্পৃক্ত হবে।

(১)  ফার্মের আয়ের অংশ ।

(২)  স্বামী/ স্ত্রী বা আপ্রাপ্ত বয়স্ক সন্তানের আয়।

Leave a Reply