e-TIN রেজিস্ট্রেশন

যে কোন ব্যাবসায় প্রতিষ্ঠান বা ব্যাক্তির আয়কর প্রদানের জন্য e-TIN রেজিস্ট্রেশন সম্পূর্ণ বিনামূল্যে আমরা করে দিয়ে থাকি।

e-TIN সার্টিফিকেট

e-TIN রেজিস্ট্রেশনের অনুরূপ ব্যাক্তি বা প্রতিষ্ঠানের e-TIN সার্টিফিকেট ও আমরা সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়ে থাকি।

আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল

e-TIN ধারী ব্যাবসায় প্রতিষ্ঠান এবং ব্যাক্তিবর্গের আয়কর রিটার্ন সঠিক সময়ে প্রস্তুত করা, দাখিল করা এবং আপীল ও শুনানীসহ যাবতীয় কাজ আমরা করে থাকি। এইক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট একটি সার্ভিস চার্জ নিয়ে থাকি।